ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

দেশের মানুষের গড় আয়ু এখন ৭১ বছর ৬ মাস

manusনিজস্ব প্রতিবেদক ::
দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। ২০১৬ সালের হিসেবে দেশের মানুষের গড় আয়ু ৭১ বছর ৬ মাস যা ২০১৫ সালে ছিল ৭০ বছর ৯ মাস। এক্ষেত্রে নারীদের গড় আয়ু পুরুষের চেয়ে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এমএসভিএসবি প্রকল্পের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষন করে তৈরি এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার  একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
 তিনি জানান, ২০১৬ সালের হিসেবে দেশে পুরুষের গড় আয়ু হয়েছে ৭০ বছর ৩ মাস যা তার আগের বছর ছিল ৬৯ বছর ৪ মাস। অন্যদিকে মহিলাদের গড় আয়ু দাড়িয়েছে ৭২ বছর ৯ মাস যা তার আগের বছর ছিল ৭২ বছর।

মন্ত্রী জানান, বিশ্বে বর্তমানে মানুষের গড় আয়ু ৭১ বছর ৪ মাস। সে তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি। এটি আমাদের জন্য ইতিবাচক।

পাঠকের মতামত: