টেকনাফ প্রতিনিধি ::
টেকনাফে বিজিবির পিকআপের সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ২ রোহিঙ্গা সহোদর নিহত ও ৫ জন আহত হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (২ সেষ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকায় টেকনাফগামী ৩০ বিজিবি’র পিকআপ ভ্যান সাথে বালুখালীগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় হয়।
এতে ঘটনাস্থালে সিএনজি যাত্রী শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ১১নং ব্লকের বাসিন্দা আমির হামজার পুত্র মোহাম্মদ আইয়ুব (১৭) ও মোহাম্মদ নুর (২৫) নিহত হয়।
এছাড়া অপর যাত্রী আমির হামজার (৩৫), আবুল হোছাইন, দিলদার বেগম, শিশু জোবায়ের ও সিএনজি চালক হোয়াইক্যং আমতলীর কবির আহমদের পুত্র শামশুল আলমকে (২৮) গুরুতর আহত হয়।
স্থানীরা দ্রুত এসে আহতদের উদ্ধার করে চাকমারকুল সেভ দ্যা চিলড্রেন হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই শরীফ হাসান বলেন, এই দূঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভিকটিম কাউকে পাওয়া যায়নি। তবে এই ঘটনায় ২জন মারা গেছে বলে লোক মারফতে অবগত হয়েছি। সড়ক দূঘর্টনায় ক্ষতিগ্রস্থ সিএনজিটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পাঠকের মতামত: