ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

টেকনাফে নৌকা ডুবি, নিহত ১

টেকনাফ প্রতিনিধি :::44

টেকনাফের বঙ্গোপসাগরে পর্যটকবাহী জাহাজের ঢেউয়ের আঘাতে জেলেবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুর শুক্কুর (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। শুক্কুর টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

আজ বুধবার বিকাল ৪টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া ওই নৌকার মাঝি সৈয়দ আলম জানান, আজ সকালে একটি নৌকায় ২৪জন মাঝি-মাল্লা সেন্টমাটিন বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এলাকায় বিহিঙ্গী জালের ফাঁড়ে কাজ করতে যায়। সেখানে কাজ শেষ করে বিকালে নৌকা নিয়ে চলে আসার পথে সেন্টমাটিন থেকে আসা পর্যটকবাহী জাহাজের ঢেউয়ের আঘাতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

এসময় অন্য একটি নৌকা এসে তাদের উদ্ধার করে কেয়ারি সিন্দাবাদ জাহাজে উঠিয়ে দেয়। এ ঘটনায় আব্দুর শুক্কুরের অবস্থা মুমূর্ষু ছিল। সন্ধ্যায় শুক্কুরকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ডুবে যাওয়া ট্রলারটি নিখোঁজ রয়েছে বলে  সৈয়দ আলম জানান।

এদিকে নৌকা ডুবির খবর পেয়ে শাহপরীর দ্বীপ কোস্টর্গাড এর একটি টিম সাগরে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

পাঠকের মতামত: