ঢাকা,মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

নাফ নদে ট্রলার ডুবে তরুণ নিখোঁজ, উদ্ধার ১১

কক্সবাজার প্রতিনিধি ::  কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে এক তরুণ নিখোঁজ হয়েছেন। এ সময় ১১ জনকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে নাফ নদের মোহনায় এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ তরুণের নাম নুর মোহাম্মদ সৈকত। তিনি টেকনাফ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর ভাই মুনিব রাফি এ তথ্য নিশ্চিত করেছেন।

সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান ট্রলার ডুবির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে সাগরে ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে। পরে আশপাশের ট্রলারের লোকজন এসে ডুবে যাওয়া ট্রলারের ১১ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে দুই শিশু ও তিন নারী ছিলেন। এ ঘটনায় এক তরুণ নিখোঁজ হয়েছেন।

মুজিবুর রহমান বলেন, দ্বীপের বাসিন্দা মো. সাদ্দামের মালিকানাধীন ট্রলারে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে বিভিন্ন নিত্যপণ্য নিয়ে যাচ্ছিল ট্রলারটি।

পাঠকের মতামত: