ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

৬৮ স্কুলের বিরুদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগ ছাত্রলীগের

ctgচট্রগ্রাম প্রতিনিধি :::

চট্টগ্রামে বেসরকারি ৬৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় করেছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের কাছে এসব প্রতিষ্ঠানের নামের তালিকা তুলে দেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি।

 নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি বলেন, শিক্ষার্থীদের ভর্তি বিড়ম্বনার কথা জানতে আমরা নগরীর ৫টি এলাকায় ৫টি অভিযোগ বাক্স  রেখেছিলাম। অভিযোগ বাক্সে জমা দেয়া অভিযোগ খতিয়ে দেখে তালিকা নিয়ে জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছি। এসব অভিযোগ জেলা প্রশাসকের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।

পাঠকের মতামত: