ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

জঙ্গি দমনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

nisha-deshai_11940_1462441244অনলাইন ডেস্ক ::

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন নিশা দেশাই।

এ সময় তিনি রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক প্রটকল কর্মকর্তা জুলহাজ ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান আবারও দাবি করেন, বাংলাদেশে কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই।

তিন দিনের সফরে বুধবার সকালে ঢাকায় আসেন নিশা দেশাই। এরপর ওইদিনই তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

এরপর আজ সকালে নিশা বিসওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া আজ বিকালে নিশা বিসওয়ালের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে এসেছিলেন নিশা বিসওয়াল। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরও দু’দফায় ঢাকায় আসেন তিনি। সমকাল

পাঠকের মতামত: