ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চবি ডিন নির্বাচনে হলুদ দলের নিরংকুশ বিজয় অর্জন

ctg-uniপ্রেস বিজ্ঞপ্তি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের ডিন নির্বাচন ২ জানুয়ারি ২০১৭ তারিখ সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চ.বি. সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষকসমাজ ‘হলুদ দল’ নিরংকুশ সংখ্যাগরিষ্টতা পেয়ে ৭টি অনুষদেই ডিন নির্বাচিত হয়েছেন। স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদে উজ্জীবিত ‘সাদা দলের’ এবং ২টি অনুষদে স্বতন্ত্র প্রার্থী কেউ নির্বাচিত হতে পারেননি।
নির্বাচনে হলুদ দলের কলা ও মানববিদ্যা অনুষদে প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বি সাদা দলের প্রার্থী প্রফেসর ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী পেয়েছেন ৬৬ ভোট। বিজ্ঞান অনুষদে হলুদ দলের প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বি সাদা দলের প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসাইন পেয়েছেন ৪৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী প্রফেসর ড. মনির উদ্দিন পেয়েছেন ১৭ ভোট। ব্যবসায় প্রশাসন অনুষদে হলুদ দলের প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বি সাদা দলের প্রফেসর এস এম নছরুল কদির পেয়েছেন ২৮ ভোট। সমাজ বিজ্ঞান অনুষদে হলুদ দলের প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামদ ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বি সাদা দলের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ৩৮ ভোট। জীব বিজ্ঞান অনুষদে হলুদ দলের প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বি সাদা দলের প্রফেসর ড. শেখ বখতেয়ার উদ্দীন পেয়েছেন ৩৯ ভোট। ইঞ্জিনিয়ারিং অনুষদে হলুদ দলের প্রফেসর ড. শংকর লাল সাহা ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমান পেয়েছেন ০৯ ভোট। এ ছাড়া হলুদ দলের আইন অনুষদে প্রফেসর ড. এ বি এম আবু নোমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে রিটার্ণিং অফিসারের দায়িত্ব পালন করেন চ.বি. রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা।
হলুদ দলের নিরংকুশ বিজয় অর্জনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বিজয়ী ডিনবৃন্দকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।
নব নির্বাচিত ডিনবৃন্দ হলুদ দলের সম্মানিত শিক্ষকবৃন্দকে সাথে নিয়ে আজ ২ জানুয়ারি ২০১৭ বিকেল ৩টায় চ.বি. মাননীয় উপাচার্যের সাথে তাঁর সভা কক্ষে সৌজন্য সাক্ষাত করেন এবং এক মত বিনিময় সভায় মিলিত হন।
এ সভায় মাননীয় উপাচার্য তাঁর ভাষণে বলেন আজকের এ বিজয় জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের বিজয়, বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার বিজয় এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক নির্ভীক চেতনার বিজয়। নির্বাচিত ডিনবৃন্দ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা এ মূলমন্ত্রে দীক্ষিত থেকে তাঁদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়কে কাংখিত লক্ষ্যে এগিয়ে নিতে শিক্ষা ও গবেষণা উন্নয়নে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন মাননীয় উপাচার্য এ প্রত্যাশা ব্যক্ত করেন।
এ মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হলুদ দলের আহবায়ক প্রফেসর ড. সুলতান আহমেদ এবং সাবেক আহবায়ক প্রফেসর ড. ইমরান হোসেন।

 

পাঠকের মতামত: