ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে কোটি টাকার ইয়াবাসহ আটক ৭

picচচ্রগ্রাম প্রতিনিধি :::

চট্টগ্রামে ২৮ কোটি টাকা মূল্যের ৬ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ সময় সাতজন মাদক পাচারকারীকে আটক করেছে তারা।  মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ট্রলার থেকে এসব ইয়াবা আটক করা হয়। আজ বিকেলে পতেঙ্গাস্থ র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গভীর সমুদ্রে এমভি রিফা নামের মাছ ধরার ট্রলারটিকে ধাওয়া করে আটকের পর তল্লাশি করে ট্রলারের পাটাতনের নিচে লুকানো ইয়াবাগুলো পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ২৮ কোটি টাকা। এ ঘটনায় আটককৃতরা হলেন- ফারুক (২৯), নবী হোসেন (৩৮), ইসাক (৩০), শরিফ হোসেন (৩৭), ফারুক (৩৮), সামছুল (১৯) ও নুরুল আমিন (৩৯)।

আটককৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে জানায়, তারা এ পর্যন্ত মোট তিন দফায় ৬ লাখ ইয়াবা মিয়ানমার থেকে বরিশালে নিয়ে যায়।

র‌্যাব অধিনায়ক বলেন, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬৭ লাখ ৮৫ হাজার ৭৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি হেরোইন, ২ কেজি আফিম, ২১ হাজার ২১ বোতল ফেনসিডিল, ১,৪৫৯ বোতল বিদেশি মদ, ২০২ ক্যান বিয়ার, ১ লাখ ৮৩ হাজার ৫ শত ৪৭ লিটার দেশীয় তৈরি মদ এবং ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পাঠকের মতামত: