চন্দনাইশ প্রতিনিধি :: চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত ৫টি ছাগলসহ ৫ চোরকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোর রাতে পুলিশ এ অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার একদল পুলিশ উপজেলার হাশিমপুর বড়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাইকৃত ৫টি ছাগলসহ ৫ চোরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হল বড়পাড়া এলাকার কামাল উদ্দিনের পুত্র মো. জাকির হোসেন (২৬), মফজল আহমদের পুত্র নওশাদ আলী (২২), মকবুল আহমদের পুত্র দেলোয়ার হোসেন (২২), আবদুল গফুরের পুত্র ফেরদৌস আলম (২০), দোহাজারী পৌরসভার চাগাচর গ্রামের আবদুল শুক্কুরের পুত্র আবদুর রহিম (৩০)।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, একটি চুরি মামলায় ছাগলসহ ৫ চোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
পাঠকের মতামত: