ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

আলীকদমে হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধারে তদন্ত অনুষ্ঠিত

ক্যাপশান : আলীকদমে পুরনো হাসপাতালের দখলীয় জমি উদ্ধারে গঠিত তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করছেন।

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবানের আলীকদম উপজেলায় পুরনো হাসপাতালের জমি অবৈধ দখলের বিষয়ে সোমবার তদন্ত অনুষ্ঠিত হয়। পুরনো হাসপাতালের জমি একই হাসপাতালের কর্মচারী ইয়াছিন শরীফ কর্তৃক অবৈধ দখল করার বিষয়ে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদের কাটিংসহ স্থানীয় তিনব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরে দখলদার কর্মচারী ইয়াছিন শরীফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গত ১২ জুলাই সিভিল সার্জন এ সংক্রান্ত তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। সোমবার (১৬ জুলাই) গঠিত কমিটি দখলীয় জায়গায় সরেজমিন তদন্ত শেষে অভিযোগকারীর কাছ থেকে লিখিত বক্তব্য গ্রহণ করেন। তদন্ত কমিটির প্রধান ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাহমিনা শবনম সোবহান। কমিটির অন্য দুই সদস্য হলেন বান্দরবান সিএস অফিসের মেডিকেল অফিসার ডা. মো: বেলায়েত হোসেন ও আলীকদম ইউএইচএন্ডএফপিও ডা. শহিদুর রহমান।

তদন্ত কমিটির প্রধান জানান, দখলীয় জমি সরেজমিনে দেখা হয়েছে। অভিযুক্ত এবং অভিযোগকারীদের বক্তব্যও নেওয়া হয়েছে। আমাদের তদন্ত রিপোর্ট শীঘ্রই সিভিল সার্জন অফিসের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

অভিযোগকারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন চেয়রম্যান জানান, সরকারি সম্পদ উদ্ধারের জন্য পত্রিকায় রিপোর্ট হয়েছে এবং আমরা অভিযোগ দায়ের করে প্রশাসনকে সহযোগিতা করেছি। এখন গঠিত তদন্ত কমিটি নৈতিকমান বজায় রেখে ন্যায়ভিত্তিক তদন্ত রিপোর্ট দাখিল করলেই দখলদার ব্যক্তিকে উচ্ছেদ করা সময়ের ব্যাপারমাত্র।

পাঠকের মতামত: