ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

আলীকদম সদর ও চৈক্ষ্যং ইউনিয়ন বিএনপির নয়া কমিটি

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::Alikadam BNP Committe News 28-09-2017.pic

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আলীকদম উপজেলা শাখার দুইটি ইউনিয়নে নয়া কমিটি ঘোষিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আলীকদম প্রেসক্লাবে সদর ও চৈক্ষ্যং ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির নেতাদের নিয়ে প্রেসব্রিফিং করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

উপজলো বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী ভূট্টোর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আবুল হাসেমকে সভাপতি, মো. দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১নং আলীকদম সদর ইউনিয়ন শাখার ২১ সদস্যের আংশিক কমিটি এবং ২নং চৈক্ষ্যং ইউনিয়ন শাখায় মো. নুরুল আমিনকে সভাপতি, মো. মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক ও নুরুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ, সি.যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ও মোহাম্মদ ইউনুচ প্রমুখ।

পাঠকের মতামত: