ঢাকা,মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

করোনা উপসর্গ নিয়ে কুতুবদিয়ায় দুজনের মৃত্যু

কুতুবদিয়া প্রতিনিধি :: করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে কুতুবদিয়ায় ১০ ঘণ্টার ব্যবধানে এক শিশুসহ দুজন মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে কুতুবদিয়া সরকারি হাসপাতালে আনার পথে মৃত্যু হয় ।

মৃত দুজনের মধ্যে একজন হলেন উত্তর ধূরুং ইউনিয়নের জুম্মা পাড়ার মো. রজিমের পুত্র সওকত (২২) অপরজন হলেন, লেমশীখালী ইউনিয়নের গাইনা কাটার শফিউল আলমের পুত্র আবু বক্কর ছিদ্দিক (৬)।

কুতুবদিয়া মেডিকেল অফিসার ডা. মামুনুল হক বলেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে সওকত (২২) হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। তিনি ভর্তির ১০ মিনিটের মাথায় মারা যান।

এর মধ্যে আজ সকালে আবু বক্কর ছিদ্দিক (৬) নামে একজন শিশুকে আমরা মৃত পাই। পারিবারিক সূত্রে জানা গেছে তারও জ্বর-শ্বাসকষ্টে ছিল।

করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা জানতে আবু বক্কর ছিদ্দিকের (৬) নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকী অন্যজনের নমুনা সংগ্রহ করা হয়নি বলে তিনি জানান। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।

পাঠকের মতামত: