নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন, জেলা উপজেলা পর্যায়ে সরকারী বিভিন্ন কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তি করা হবে। কোন প্রতিবন্ধী ব্যক্তি যদি সরকারী চাকরীর ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া হবে। তিনি সোমবার সন্ধ্যায় বেসরকারী সংস্থা এসএআরপিভি ও পিএইচআরপিবিডি প্রকল্পের সহযোগিতায় কুমারীস্থ অফিসে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসএআরপিভি’র আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে ও এসএআরপিভি’র পিএইচআরপিবিডি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ইয়াছমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক গুলশান আরা, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মাসুদুর রহমান মোল্লা, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈয়দ শাসশুল তাবরীজ, চকরিয়ার সহকারী কমিশনার (ভূমি) তানবীর হোসেন, এসএআরপিভি’র ডিজএ্যাবিলিটি ইনফরমেশন অফিসার ইউনুচ হোসেন মন্টু, দৈনিক যুগান্তরের চকরিয়া প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, পিএইচআরপিবিডি প্রকল্পের ডা. আবদুল মালেক ও প্রতিবন্ধী ব্যক্তি জয়নাল আবেদীন। প্রধান অতিথি এদিন ২শত প্রতিবন্ধীদের মাঝে মাস্ক বিতরণ করেন। পরে তিনি পিঠা উৎসবে যোগদান করেন।
পাঠকের মতামত: