ঢাকা,শুক্রবার, ১০ মে ২০২৪

‘বার্ষিক লিঙ্গ উৎসব’ পালিত হল সূর্যোদয়ের দেশে

image_152421_0অনলাইন  ডেস্ক  ::

টোকিও: হিন্দু ধর্মে ‘লিঙ্গ’ পুজোর রীতি আছে। আগামী সপ্তাহে বাংলা মাস তথা বছরের শেষের দিকে হিন্দু ধর্ম মেনে পালিত হবে নীল পুজো। শিবলিঙ্গের উপর জল ঢেলে পালন করা হবে সেই উৎসব। কিন্তু, শিবলিঙ্গের উপর জল ঢেলে উৎসব পালন করার আগেই সূর্যোদয়ের দেশ জাপানে সাড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়ে গেল ‘লিঙ্গ উৎসব।’ আরও ভালোভাবে বললে ‘বার্ষিক পুরুষাঙ্গ উৎসব।’

প্রতি বছর এপ্রিল মাসের প্রথম রবিবারে জাপানের সিন্টো ধর্মের লোকেরা পালন করে এই উৎসব। রবিবার সকাল থেকে শুরু হয়ে সোমবার রাত পর্যন্ত চলে এই উৎসবের উদযাপন। স্থানীয় ভাষায় এটিকে বলা হয় ‘কানামারা মাতসুরি।’ সিন্টো ধর্মাবলম্বীদের মতে ‘পুরুষাঙ্গ উৎসব’ সমাজের খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় সকলে অন্তত একবার যৌনমিলনে সামিল হন। বছরের এই সময়টাতে অবিবাহিতরাও উপভোগ করেন যৌনতা। বার্ষিক এই উৎসবকে সম্মান জানাতে যৌনকর্মীরাও বিনামূল্যে পরিষেবা প্রদান করে থাকেন। খ্রিস্টীয় সপ্তদশ শতকে বিচিত্র এই উৎসবের প্রচলন হয় বলে অনুমান করা হয়। সেই সময় বসন্তের শেষে যৌনকর্মীরা বিশাল পুরুষাঙ্গের রেপ্লিকা নিয়ে কাওয়াসাকির কানামারা মাঠে প্রার্থনা করতে যেতেন যৌন সংক্রমণ বা যৌন রোগের হাত থেকে বাঁচতে। সেই থেকেই এই উৎসবের উৎপত্তি।

চলতি বছরে এই উৎসব ৩রা এপ্রিল রবিবার থেকে শুরু হয়ে এই উৎসব চলে টানা ৪ঠা এপ্রিল সোমবার রাত পর্যন্ত। এদিন জাপানের বিভিন্ন অঞ্চলের সিন্টো ধর্মাবলম্বীদের বিশাল পুরুষাঙ্গের রেপ্লিকা নিয়ে মিছিল করে আনন্দ প্রকাশ করতে দেখা গিয়েছে। রাস্তায় রাস্তায় ছোট থেকে বড় সবাইকে দেখা গেছে পুরুষাঙ্গের আদলে তৈরি আইসক্রিম চুষতে। অনেককেই ছবির জন্য পোজ দিতে দেখা গেছে বিশালাকৃতির পুরুষাঙ্গের পাশে। জ্বালানো হয়েছে পুরুষাঙ্গের আদলে নির্মিত মোমবাতি।-সংবাদমাধ্যম

পাঠকের মতামত: