ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

কক্সবাজার থেকে মিরসরাই আরেকটি মেরিন ড্রাইভ নির্মাণ শুরু হচ্ছে : ওবাইদুল কাদের

obaidul-kader_1চট্টগ্রাম  প্রতিনিধি ::::

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ওবাইদুল কাদের বলেন , মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত আরেকটি মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের কাজ শুরু হচ্ছে। সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশি সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে। কক্সবাজার থেকে টেকনাফের প্রথম মেরিন ড্রাইভের ৮২ কিলোমিটারের মধ্যে ৫৮ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। আলীকদম-খানচিতে ৩ হাজার মিটার উপর দিয়ে সড়ক তৈরি হবে। কানেকটিভিটি না হলে উন্নয়ন হবে না। ভবিষ্যতে যানজট কমাতে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের চিন্তাভাবনা রয়েছে সরকারের।

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম ২২৫ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। ৭০ হাজার কোটি টাকার এ প্রকল্পের ডিটেইল ডিজাইন তৈরির কাজ চলছে। ২০১৮ সালের দিকে নির্মাণকাজ শুরু হবে। এটি হয়ে গেলে দুই-আড়াই ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়া করা সম্ভব হবে। আগে ৩০ ভাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির কথা থাকলেও প্রধানমন্ত্রী পুরোটাই এক্সপ্রেসওয়ে করার নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, কর্ণফুলী টানেলের কাজ শুরু করতে আর অসুবিধা নেই। দু’য়েক দিনের মধ্যে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি সই হবে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন। সিইউজে সভাপতি কবি এজাজ ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক।

শুভেচ্ছা বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএফইউজের সহ সভাপতি শহীদ উল আলম, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আবু সুফিয়ান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

পাঠকের মতামত: