ঢাকা,সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

কেন্দ্র দখলের অভিযোগে কুতুবদিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

 

dokholএম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

কক্সবাজারে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী।

মঙ্গলবার সকাল ১১টার দিকে কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জন করেন বলে নিশ্চিত করেছেন ধানের শীষের প্রার্থী ফিরোজ খান চৌধুরী।

ধানের শীষের প্রার্থী ফিরোজ খান চৌধুরী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা গুলিবর্ষণ করে হামলা চালিয়ে আলী আকবর ডেইল ইউনিয়নের ৭ টি কেন্দ্র দখল করে নেয়। এরপর তারা ব্যালটের নৌকা প্রতীকে সীল মারেন। এতে ভোট ডাকাতির প্রতিবাদে আমি ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।

অভিযোগ উঠা কেন্দ্রগুলো হল, পূর্ব আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সন্দীপী পাড়া ইসহাক কিল্লা কেন্দ্র, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র, পূর্ব তাবালের চর রেড ক্রিসেন্ট সাইক্লোন সেন্টার, খুদিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, তাবালের চর খায়মুল মাদ্রাসা কেন্দ্র, ইফাদ সাইক্লোন সেন্টার।

তিনি আরও জানান, প্রশাসনের প্রভাব খাটিয়ে নৌকা প্রতীকের সশস্ত্র সন্ত্রাসীরা ভোট ডাকাতি সংঘটিত করেছে। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠভাবে নির্বাচন সম্ভব নয়। আজকের ভোট ডাকাতির মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী চরিত্র ফুটে উঠেছে।

আলী আকবর ডেইল ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত রেখে নতুন করে নির্বাচনের দিন ঘোষণার দাবি জানান বিএনপির এ চেয়ারম্যান প্রার্থী।

অভিযোগের ব্যাপারে জানতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. নুরুচ্ছফার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করেও কথা বলা সম্ভব হয়নি।

প্রসংগত, কুতুবদিয়া উপজেলায় ৬টি ইউনিয়নে মঙ্গলবার সকাল থেকে ভোট গ্রহণ হয়। বিভিন্ন স্থানে কেন্দ্র দখলসহ বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে।

পাঠকের মতামত: