ঢাকা,বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ঘুম ভাঙলেই লাশের খবর মেলে

হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ ::

টেকনাফ,তথা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত সীমান্ত নগরী টেকনাফ উপজেলা। সম্প্রতি মাদক/চোরাচালান/ডাকাতির অন্যতম স্বর্গরাজ্য হিসেবে দেশব্যাপী বদনাম অর্জন করে। বাণিজ্যিক শহর টেকনাফের বদনাম গুছাতে জেলাব্যাপী ব্যাপক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। টেকনাফ উপজেলা প্রশাসনের সুশৃঙ্খল কৌশল, জিরু টলারেন্স নীতি নির্ধারনী অভিযানে সফলভাবে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযানও অব্যাহত রয়েছে। এতে প্রতিনিয়ত “বন্দুকযুদ্ধের” মতো ঘটনাও ঘটছে।

৩০মার্চ শনিবার সফল অভিযানের ধারাবাহিকতায় আজও ‘বন্দুকযুদ্ধে’ ১ জন নিহত হয়েছে। শাহপরীর দ্বীপে গলায় ফাঁস লাগিয়ে ১ জন নিহত হয়েছে। এবং হ্নীলাতে সড়ক দুর্ঘটনায় ১জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

টেকনাফ রাজার ছাড়া গ্রামের ডাকাতের সহযোগি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন পুলিশ বলছে, ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ২হাজার ইয়াবা এবং ১২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায়, রাজার ছড়া এলাকায় রাত ১টার সময় এই ঘটনা ঘটে।
সে হাবির ছাড়া গ্রামের মৃত্যু পিতা নবী হোসেনের পুত্র মোঃ হোসেন ( ২৮) স্থানীয় জনগণ তাকে ডাকাতের সহযোগি বলে দাবি করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনগণ।

পাঠকের মতামত: