ঢাকা,রোববার, ২৪ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক আর নেই

অনলাইন ডেস্ক ::anwar

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক আর নেই। আজ বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ৫ই জুলাই সিঙ্গাপুরের একটি হাসপাতাল থেকে তাকে দেশে আনা হয়। এরপরই তাকে  বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক থাকাকালিন সময়ে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি আনোয়ারুল হক। পরে ২০১৫ সালে দুটি  ট্রাইব্যুনাল একীভূত হলে ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক সাংবাদিকদের জানান, বিচারপতি আনোয়ারুল হক ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ৫ই জুলাই সিঙ্গাপুরের হাসপাতাল থেকে দেশে আনার পর তাকে বিএসএমএমইউ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ১৯৫৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন আনোয়ারুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করে ১৯৮০ সালে আইন পেশা শুরু করেন তিনি। ১৯৮১ সালে মুন্সেফ হিসেবে বিচারক জীবন শুরু করেন তিনি। এরপর ২০১০ সালের ১২ই ডিসেম্বর হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করে দুই বছর পর তিনি স্থায়ী বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তিনি।

পাঠকের মতামত: