ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ মিটার লম্বা সুড়ঙ্গ!

1493208868বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ মিটার লম্বা সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গ রাজ্যের চোপড়া-ফতেহপুর সীমান্তে একটি চা বাগানে গরু পাচারের জন্য এই সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল বলে ধারণা করছে বিএসএফ।

বিএসএফের ডেপুটি মহাপরিদর্শক দেবি শরণ সিং বলেন, মঙ্গলবার গোপনসূত্রে খবর পাওয়া যায় বাংলাদেশে গরু পাচার করতে পাচারকারীরা সুড়ঙ্গ খুঁড়ছে এই খবরে বিএসএফ অভিযান চালায়। সেই অভিযানে চা বাগানের ভেতরে এই সুড়ঙ্গর খোঁজ পাওয়া যায়। তিনি যোগ করেন, রাতের অন্ধকারে এই সুড়ঙ্গ খোঁড়ার কাজ করছিল। সুড়ঙ্গের কাজ শেষ হয়নি বলে বিএসএফ মনে করছে।

দেবি সিং জানান, এই সুড়ঙ্গর খোঁজ পাওয়ার পরে সীমান্তে বিএসএফের টহল বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের ৪০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। হিন্দুস্তান টাইমস।

পাঠকের মতামত: