ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

কুতুবদিয়ায় পাউবোর বেড়িবাধেঁর ব্লক ও কংকর লুট হ‌চ্ছে, দেখার কেউ নাই!

মুহাম্মদ গিয়াস উ‌দ্দিন, কুতুব‌দিয়া থে‌কে ফি‌রে ::mail.google.com

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) ৭১ পোল্ডারের বেড়িবাধেঁর ব্লক সরিয়ে প্রকাশ্যে দিন দুপুরে জিও টেক্সটাইল(কম্বল) ও ইটের কংকর নিয়ে যাচ্ছে স্থানীয় কিছু দূর্বৃত্তরা। প্রকাশ্যে দিন দুপুরে বেড়িবাধেঁর জিও টেক্সটাইল(কম্বল) এবং কংকর হরিলুটের মহা উৎসব চললেও দেখার কেউ নেই। ঘটনাটি ঘঠেছে উপজেলার আলী আকবর ড়েইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ সংলগ্ন হায়দার পাড়া ও তাবলরচর চলমান বেড়িবাধঁ সংস্কার এলাকায়। গতকাল ৩ মার্চ সকালে আলী আকবর ড়েইল ইউনিয়নের হায়দার পাড়া ও তাবলরচর বেড়িবাধঁ পরিদর্শনে গেলে  এ করুণ দৃশ্যটি চোখে পড়ে। সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে অনেকেই  জিও টেক্সটাইল(কম্বল) এবং কংকর তোলার যন্ত্রপাতি পেলে পালিয়ে যায়। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী  ঠিকাদার আবুল কালাম জানায়,এমনিতে বর্ষা মৌসুম আসলে এলাকার মানুষের দূর্ভোগের শেষ থাকে না । তার পরও স্থানীয় কিছু অসাধু ব্যাক্তি রাতের আধারে ও প্রকাশ্যে দিন দুপুরে বেড়িঁবাধেঁর ব্লক সরিয়ে জিও টেক্সটাইল (কম্বল) ও কংকর নিয়ে যাচ্ছে। এ ঘটনা দেখার পর গতকাল স্থানীয় ইউপি চেয়ারম্যান,মেম্বার,প্রশাসনকে অবগত করা হয়। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুনুর রশিদ জানায়,যারা বেড়িবাধেঁর কম্বল ও কংকর এবং ব্লক চুরি করেছে,তাদের সবার বাড়ি তল্লাসি করে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বীর মুত্তিযোদ্ধা নূরুচ্ছাফা বি.কম বলেন,দূর্বৃত্তরা বেড়িবাধেঁর ব্লক সরিয়ে জিও টেক্সটাইল (কম্বল) এবং কংকর চুরির ঘটনা প্রত্যক্ষদর্শী ও ঠিকাদার আমাকে অবগত করার পর আমি তাৎক্ষনিক ভাবে ইউপি মেম্বার ও গ্রাম পুলিশ পাঠিয়ে চিহ্নিত তদারকি করেছি। জড়িতদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে পাউবোর এস ও এলটন ও সার্বেয়ার মং চা থোয়াই বলেন,বেড়িবাধেঁর ব্লক সরিয়ে  জিও টেক্সটাইল ও কংকর চুরির ঘটনার সাথে জড়িতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল হক বলেন,আলী আকবরড়েইল ইউনিয়নের কিছু জায়গায় পাউবোর বেড়িবাধেঁর ব্লক সরিয়ে স্থানীয় লোকজন জিও টেক্সটাইল (কম্বল) এবং কংকর চুরি করে নিয়ে যাওয়ার খবর শুনে ঐ এলাকায় পুলিশফোর্স পাঠানো হয়েছে। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করা হবে।

পাঠকের মতামত: