ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে মারামারি

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে মারামারিতে জড়িয়েছেন আইনপ্রণেতারা। দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার বক্তব্যের সময় কড়া বামপন্থী আইনপ্রণেতারা হট্টগোল শুরু করেন। এরপরই দু’ পক্ষের আইনপ্রণেতাদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রধান বিরোধী দল পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
52941_Naz-4 খবরে বলা হয়, ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) দলের পার্লামেন্ট সদস্যরা প্রেসিডেন্টের দিকে প্রশ্ন ছুড়ে মারেন। এক পর্যায়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ থামাতে বাধ্য হন প্রেসিডেন্ট। এর আগে বক্তব্যের সময় পার্লামেন্ট ভবনের বাইরে ৪০০ সেনা অবস্থানের নির্দেশ দেন তিনি। এই নজিরবিহীন পদক্ষেপকে বিরোধীরা পার্লামেন্টের ‘সামরিকায়ন’ বলে উল্লেখ করেন। এক পর্যায়ে নিজ দলের সদস্যদের নিয়ে পার্লামেন্ট ত্যাগ করার সময় প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টির নেতা মুসি মাইমান বলেন, প্রেসিডেন্ট ক্ষমতা ধরে রাখার অযোগ্য।
এর আগেও পার্লামেন্টে জ্যাকব জুমার বক্তৃতায় বিঘœ সৃষ্টি হয়েছে। কিন্তু এবারই এটি সবচেয়ে বেশি মারাÍক। সবচেয়ে আক্রমণাÍক বিরোধী দল ইএফএফ’র সমর্থকদের দিকে পার্লামেন্ট ভবনের কিছুটা দূরে পুলিশ স্টান গ্রেনেড নিক্ষেপ করে। তবে প্রেসিডেন্টের ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সমর্থকরাও এতে আক্রান্ত হন।
বর্তমানে জুমার দল ক্ষমতাসীন এএনসি’র দখলে রয়েছে ৪০০ আসন বিশিষ্ট পার্লামেন্টের ৬০ শতাংস আসন। তবে নভেম্বরে বেশ কয়েকজন এএনসি পার্লামেন্ট সদস্য প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে বিদ্রোহ দেখিয়েছেন। জুমার সরকার দুর্নীতি সহ বিভিন্ন স্ক্যান্ডালে নাজেহাল। দেশের দুর্নীতিবিরোধী সংস্থা নভেম্বরেই সরকারের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয়। তবে জুমা সব অভিযোগ অস্বীকার করেছেন।

আন্তজার্তিক ডেস্ক :::

পাঠকের মতামত: