৭২ জন যাত্রী এবং নিয়ে কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি উড়োজাহাজ। ভাড়া করা ওই উড়োজাহাজটি বলিভিয়া থেকে মেদেচিনের উদ্দেশে যাচ্ছিল। অন্যান্য যাত্রীদের সাথে বিমানটিতে ছিল ব্রাজিলের শাপোকোয়েনসে ফুটবল ক্লাবের খেলোয়াড়রা। সাউথ আমেরিকান ক্লাব কাপের ফাইনাল খেলতে যাচ্ছিলেন তারা।
অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নেওয়া কথা ছিল দলটির। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে মেদেলিন শহরের ঠিক বাইরে পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ফ্লাইটের কোনো আরোহী বেঁচে আছেন কিনা- সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে বিধ্বস্ত হওয়া বিমানে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোনো সদস্য ছিলেন না।
বিমানে থাকা ওই ক্লাবটির ফুটবলাররা হলেন ড্যানিলো, ফিলিপে ম্যাচহাদো, মারসেলো, ম্যাথিউ বিটেকো, অ্যালান রুচেল, গিমিনেজ, সানটানা, গিল, সার্জিও মানোয়েল, থিয়াগুয়েনো, ক্যানেলা, লুকাস গোমেজ, ব্রনো রাঙ্গেল, কেম্পেস, এনানিয়াস, নেতো, অথর মিয়া, ডেনের, ম্যাথিউস ক্যারামেলো, জসিমার, ফলম্যান।
দুর্ঘটনার পর ফাইনাল ম্যাচ স্থগিত করা হয়েছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
পাঠকের মতামত: