ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের আগ্রাবাদে সংর্ঘষের ঘটনায় ১৫ ছাত্রলীগ নেতা আটক

atok,চট্রগ্রাম প্রতিনিধি :

নগরির আগ্রাবাদ সিজিএস কলোনিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় জড়িত ১৫ জনকে ছাত্রলীগ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে আগ্রাবাদ সিজিএস কলোনি থেকে তাদের আটক করা হয় বলে ডবলমুরিং থানা পুলিশ জানায়। আটককৃতদের মধ্যে ৭ জন মামলার এজাহারভুক্ত আসামি।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম ১৫ ছাত্রলীগ নেতাকর্মীকে আটকের কথা স্বীকার করে বলেন, সংঘর্ষের সময় অস্ত্রধারী যে কয়েকজনের ছবি পত্রিকায় এসেছে তাদের মধ্য থেকে শাহীন নামে একজনকে সহ ১৫ জনকে আমরা আটক করতে পেরেছি। অবৈধ অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

গত ১ নভেম্বর সিজিএস কলোনিতে সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি বাসায় হামলা, ভাংচুর ও লুটপট চালায় সন্ত্রাসীরা। সংঘর্ষে জড়িতরা নিজেদের এলাকায় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দেয় বলে গণমাধ্যমের খবর প্রকাশিত হয়।

জানাগেছে, সংঘর্ষে জড়িতরা স্থানীয় কাউন্সিলর এম এইচ সোহেল এবং বহিষ্কৃত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। কাউন্সিলর সোহেল ও লিমন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।

পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তার, গণপূর্ত অধিদপ্তরের দরপত্র নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলকে কেন্দ্র করে এই সংঘাতের ঘটনা ঘটে। এরপর আরও দুইবার সশস্ত্র সংঘাতে জড়ায় সন্ত্রাসীরা। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও কাউকে গ্রেফতারে ব্যর্থ হয়।

সার্বিক পরিস্থিতিতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জরুরি ভিত্তিতে গত ৪ নভেম্বর ডবলমুরিং থানায় বদলি করা হয় ওসি একেএম মহিউদ্দিন সেলিমকে। এরপর মঙ্গলবার রাতে মহিউদ্দিন সেলিমের নেতৃত্বে প্রথম দফা অভিযান চালায়।

পাঠকের মতামত: