ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বান্দরবানে থানা হেফাজতে নারীর মৃত্যু

mirtuমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা পাচারকারী এক নারীর থানা হেফাজতে মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার মধ্যরাতে থানায় জিজ্ঞাসাবাদের সময় শরীরে লুকিয়ে রাখা ইয়াবা বড়ি গোপন করতে খেয়ে ফেললে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ঐ নারীর মৃত্যু হয়। নিহত নারীর নাম নুরুচ্ছফা বেগম (২৩)। সে মহাজন ঘোনা এলাকার দিন মজুর সেলিম উল্লার স্ত্রী।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আলী হোসেন জানান, এলাকায় ইয়াবা বড়ি পাচারকারী হিসেবে চিহ্নিত নুরুচ্ছফা বেগমকে রাতে পুলিশ আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে শরীরের মধ্যে লুকিয়ে রাখা ইয়াবা বড়ি খেয়ে ফেললে তার অবস্থার অবনতি হয়।

পরে পুলিশ নুরুচ্ছফাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার আরো অবনতি হয়। সেখান থেকে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে নুরুচ্ছফা বেগম মারা যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, জিজ্ঞাসাবাদের সময় নুরুচ্ছফার শরীর তল্লাশি করা হলে হঠাৎ ঐ মহিলা দ্রুত বেশ কিছু ইয়াবা বড়ি গিলে ফেলে। রাত ১টার দিকে ঐ মহিলা থানায় অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নুরুচ্ছফার বিরুদ্ধে থানায় ইয়াবা পাচারের মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত: