ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লামায় নারকেল পাড়তে গিয়ে বিদ্যুতের শর্টে যুবকের মৃত্যু

mirtuমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামায় নারকেল পাড়তে গিয়ে বিদ্যুতের শর্ট খেয়ে মোছলে উদ্দিন সোহেল(২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৬ জুন বৃহস্পতিবার বেলা ২টায় লামা পৌরসভার ৩নং ওয়ার্ডের বড় নুনার বিল পাড়ার এই ঘটনা ঘটে। সে বড় নুনার বিল এলাকার মৃত মোঃ শফির ছেলে।

নিহতের বড় ভাই মোঃ জসিম উদ্দিন বলেন, দুপুরের নামাজ পড়ে সোহেল নিজেদের বাড়ির নারকেল গাছ থেকে নারকেল পাড়তে গাছে উঠে। এই সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের ১১ হাজার মেইন লাইনের সাথে শর্ট খেয়ে গাছ থেকে পড়ে যায়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে চমেক হাসপাতালে রেফার করে।

উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সে করে যাওয়া পথে লামা-চকরিয়া রোডের হাসেঁর দিঘি এলাকায় গেলে পথে তার মৃত্যু হয়। তারপরেও নিশ্চিত হতে পার্শ্ববর্তা চকরিয়ার জমজম হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। নিহত সোহেলের মা ও নিকট আত্মীয়দের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে আসে।

পাঠকের মতামত: