ঢাকা,সোমবার, ১ জুলাই ২০২৪

নবনির্বাচিত চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের প্রথম সভা, বিদায় বরন সম্পন্ন

এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ শেষে আনুষ্ঠানিক দায়িত্ববার নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) সকালে নবনির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সভায় প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের পক্ষথেকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নতুন জনপ্রতিনিধিরা দায়িত্ববার গ্রহণ করেছেন।
চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ এবং বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।
গতকাল চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি ছাড়াও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন দায়িত্ববার গ্রহন করেন।
চকরিয়া উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের  বরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী, চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আজিমুল হক আজিম, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল কাদের, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দিদারুল হক সিকদার, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন,
বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালি, পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না মুন্না, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, সাংবাদিক ছোটন কান্তি নাথ,  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ  প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
দায়িত্ববার গ্রহণ শেষে নিজ কার্যালয়ে চকরিয়া উপজেলা পরিষদের দ্বিতীয়বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এসময় তিনি বলেন, সংগ্রামী চকরিয়া উপজেলাবাসি নানা চড়াই উৎরাই পেরিয়ে আমাকে আবারও বিপুল ভোটে বিজয়ী করে পুনরায় চকরিয়া উপজেলা পরিষদের এই চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। এইজন্য চকরিয়া উপজেলার দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলস্থরের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।
ফজলুল করিম সাঈদী বলেন, চকরিয়াবাসি গতবার আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলেও আমি জনগণের প্রতিদান শোধ করতে পারিনি। কারণ সেসময় আমার দল আওয়ামী লীগের এমপি এখানে  থাকলেও তাঁর সঙ্গে, তাদের কর্মকাণ্ডের সঙ্গে নানা কারণে আমার বৈরিতা ছিল। তাই আমি চকরিয়া উপজেলাবাসির জন্য কাঙ্খিত উন্নয়ন সুফল নিশ্চিত করতে পারিনি।
নবনির্বাচিত চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি বলেন, চকরিয়া উপজেলাবাসি ভোট দিয়ে আমাকে গত ৫ বছর পরীক্ষা করেছে। গত ২১ মে তারিখে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের পরীক্ষায়
আমি পাশ করেছি৷ আমি এবার হলেও জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই। আজকের শুভক্ষণে চকরিয়াবাসিকে কথা দিতে চাই, আগামী পাঁচবছরে চকরিয়া পেকুয়া (কক্সবাজার ১) আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এমপির সার্বিক সহযোগিতায় পরিকল্পিত উন্নয়নে অমিত সম্ভাবনার জনপদ চকরিয়াকে মডেল উপজেলা গড়তে কাজ করবো ইনশাআল্লাহ।

পাঠকের মতামত: