স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া :: কুতুবদিয়ার ধুরুংবাজারে ব্য বসায়ি তারেক হত্যাযর প্রতিবাদে অর্ধ দিবস ধর্মঘট পালন করেছে ব্য বসায়িরা।
গতকাল সোমবার (১০ জুন) সকাল থেকে বাজারে ৭ শতাধিক ব্যসবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে।
এসময় বাজারের তিন প্রবেশ মুখে ব্যাররিকেড দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ রাখে। ব্য্বসায়িরা বিক্ষোভ মিছিল শেষে জমায়েত সভায় মিলিত হয়। এসময় দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যা ন আলাউদ্দি ন আল আজাদ, বাজার ব্য্বস্থাপনা কমিটির সেক্রেটারী মিজবাহুল আলম সিকদার প্রমূখ বক্তব্যচ রাখেন। বক্তারা আগাদমী ৭২ ঘন্টার মধ্যে তারেক হত্যােকান্ডে জড়িত খু্নিদের গ্রেফতারে পুলিশের জোড়ালো ভূমিকার দাবি জানান।
বাজারের ব্যববসায়ি এস,এম মন্জুর আলম, মো: রিয়াদ, এহসান, সার ও কীটনাশক ব্যেবসায়ি মঈন উদ্দি ন, সাবেক মেম্বার হোটেল ব্যকবসায়ি নুর মোহা,ম্মদ প্রমূখ জানান, বাজারে এলপি গ্যা্স ব্যাবসায়ি মো: তারেককে পরিকল্পিত ভাবে দুষ্কৃতিরা হত্যাি করার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবিতে তারা দোকান-পাট সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ রেখে বিক্ষোভ মিছিল, পথ সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
ধুরুং বাজার ব্যতবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজবাহুল আলম সিকদার জানান, ব্য বসায়ি তারেক হত্যায কান্ডের প্রতিবাদে সোমবার অর্ধ দিবস ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়। তারা তারেক হত্যােকান্ডে জড়িত চিহ্নিত কিশোরগ্যাং প্রধান সহ সকল আসামীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান পুলিশ প্রশাসনের প্রতি।
পাঠকের মতামত: