ঢাকা,মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

পেকুয়ায় পুকুরে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জন্নাতুল মাওয়া (৫) ও সিদরাতুল জন্নাত মুনিরা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) সকালে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
জন্নাতুল মাওয়া ওই গ্রামের জহির আলমের  মেয়ে ও মুনিরা একই উপজেলার টৈটং ইউনিয়নের মধুখালী গ্রামের বেলাল হোছাইনের মেয়ে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।
স্থানীয় ওসমাণ নামে একজন জানান, সিদরাতুল জান্নাত মুনিরা নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
সকালে খালা জান্নাতুল মাওয়া ও ভাগ্নি মুনিরা খেলতে গিয়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি করলে পাশের বাড়ির একটি পুকুরে তাদের লাশ সনাক্ত হয়। একপর্যায়ে তারা শিশু দু’টির মৃতদেহ উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম জানান,
পরিবারের লোকজনের অগোচরে খেলতে গিয়ে কেউ একজন পুকুরে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে গেলে দুইজনের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। এমন ঘটনা খুবই মর্মান্তিক।

পাঠকের মতামত: