ঢাকা,বৃহস্পতিবার, ২ মে ২০২৪

রামুর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা থেকে বিপুল অস্ত্র উদ্ধার, কারিগরসহ আটক ৪

সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুর ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে অস্ত্র তৈরির দুই কারিগরসহ চারজনকে আটক করা হয়েছে।
বুধবার, ১৩ ডিসেম্বর ভোরে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে ওই অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযানে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। তবে র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যায় কারখানাটির মালিক ও প্রধান অস্ত্র কারিগর মনিউল হক।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরি করে আসছিল একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা থেকে দুইজন এবং বসতবাড়ি থেকে দুইজনসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

পাঠকের মতামত: