ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পেকুয়ায় বিএমআই কলেজে রজত জয়ন্তী উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় শহীদ জিয়া বিএম ইনস্টিটিউটে ২৫ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ লক্ষ্যে শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে রজত জয়ন্তীকে ঘিরে জমকালো অনুষ্ঠান করেছে কলেজ কর্তৃপক্ষ।

৬ মে (শুক্রবার) দিনব্যাপী রজত জয়ন্তী অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় প্রাণের উচ্ছাসে পরিণত হয়। ওই দিন সকালে কলেজ প্রাঙ্গনে রজত জয়ন্তীর অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকালে সড়কে র‌্যালী প্রদক্ষিণ হয়েছে। এ সময় পেস্টুন, ব্যানার, প্লেকার্ড নিয়ে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ অতিথিবৃন্দরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। সকাল ১১ টার দিকে মূল অনুষ্ঠানমালা শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ এম, ফরিদুল আলমের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন। কলেজের অধ্যাপক জামাল সাকিব ও গণিত বিভাগের প্রভাষক তানজিনা আফরোজের যৌথ সঞ্চালনায় আলোচনা সমাবেশে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ডক্টর মছরুল মওলা, বিজিসি ট্রাস্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক ও প্রখ্যাত শিক্ষাবিদ মাশহুদুজ্জামান।

বক্তব্য দেন প্রবীণ আ’লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, কলেজের গভর্ণিং বডির সাবেক সদস্য গোলাম মোস্তফা চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, রাজাখালীর সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ ও শিক্ষাবিদ নুরুল ইসলাম বিএসসি, কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: ইব্রাহীম, জিএমসির সাবেক প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, বিএমআইয়ের প্রাক্তন ছাত্র কামরান জাদীদ মুকুট, প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম, ব্যাংকার হোসাইন আহমদ রাফি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পেকুয়ার নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা, পেকুয়া জিএমসির প্রধান শিক্ষক জহির উদ্দিন, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহীম, মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আহমদ, গভর্ণিং বডির সদস্য নুরুল কাদের, জাতীয় শ্রমিকলীগের পেকুয়ার সাবেক সাধারন সম্পাদক এসএম শাহাদাত হোসেন, কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সুজন কান্তি নাথ প্রমুখ।

এ দিকে রজত জয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে ওই দিন বিএমআই প্রাঙ্গনে জমকালো অনুষ্ঠান হয়েছে। বিকেলে সাংষ্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে। এ সময় দেশের কয়েকজন গুনী সঙ্গীত শিল্পী সঙ্গীত সন্ধ্যায় মনমাতানো সঙ্গীত পরিবেশন করেছেন। দুপুরের দিকে মধ্যাহ্ন ভোজে রকমারী খাবারে শিক্ষার্থী ও অতিথিবৃন্দরা অংশ নিয়েছিলেন। এ দিকে রাত ৯ টা পর্যন্ত অতিথি শিল্পীদের নিয়ে গান পরিবেশিত হয়েছে। শিল্পীদের গানের মুগ্ধ সুরে বিএমআইতে এক উচ্ছাসে পরিণত হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সঙ্গীত আয়োজনকে প্রাণবন্ত করেছে।

পেকুয়ার উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমাও সঙ্গীত অনুষ্ঠানকে উপভোগ করতে ওই দিন দর্শক গ্যালারীতে যান। “স্মৃতির প্রীতির বন্ধনে-প্রাণের প্রিয় প্রাঙ্গণে” এর মূল প্রতিপাদ্যকে নিয়ে রজত জয়ন্তীর উৎসবকে রঙ্গীন করে তোলেন শিক্ষার্থীরা। প্রাণের উচ্ছাসে বন্ধুত্বের বন্ধনে, উচ্ছাসে উল্লাসে স্মৃতির সবুজ আঙ্গিনায়, এক প্রাঙ্গনে হাজার প্রাণ, বিএমআই চির অম্লান, এ সব কাব্যিক শ্লোগানে মুখরিত হয় ওই দিন বিএমআই এর রজত জয়ন্তী অনুষ্ঠান।

 

পাঠকের মতামত: