ঢাকা,সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

টেকনাফে ইয়াবাসহ উপজেলা পরিষদের প্রধান সহকারী আটক

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ টেকনাফ উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) সৈয়দ হোসেন মামুন এবং আরও এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব ১৫।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সাবরাং ইউপি’র সিকদার পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউপির মৃত জহির আহমদের ছেড়ে সৈয়দ হোসেন মামুন (৩৭), একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৫)। আটক সৈয়দ হোসেন মামুন উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) পদে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

পাঠকের মতামত: