ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বীচ ফুটবল নিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা

কাল থেকে বসছে বীচ ফুটবলের আসর

সংবাদ বিজ্ঞপ্তি :: করোনা কালীন সময়ে ২ বছর বন্ধ থাকার আবারো কক্সবাজার সমুদ্র সৈকতে বসছে বীচ ফুটবলের আসর। ৯ জানুয়ারী থেকে ২ দিন ব্যাপী এবারের বীচ ফুটবলে ৮ টি দল অংশ নেবে। সকাল ১০ টা থেকে সীগাল পয়েন্টে এই খেলা শুরু হবে। এতে কক্সবাজারে ভ্রমনে আসা পর্যটক সহ স্থানীয় ক্রীড়ামুদিদের উপস্থিত থেকে স্পোর্টস ট্যুরিজমকে আরো এগিয়ে নেওয়া আহবান জানিয়েছেন আয়োজকরা। বীচ ফুটবল উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন ৮জানুয়ারী বিকালে কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) জাহিদ ইকবাল। স্পেন্সার প্রতিষ্টান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবছার উদ্দিন,অধ্যক্ষ জসিম উদ্দিন,অনুপ বড়ুয়া অপু,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,এতে মূল বক্তব্য পাঠ করেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুন অর রশিদ। এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মঈন উদ্দিন মিলকি, ডিএসএ সদস্য এম আর মাহবুব,প্রভাষক জসিম উদ্দিন,কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান প্রমুখ। এবারের বীচ ফুটবলে অংশ গ্রহনকারী দল সমুহ হলো-ফুটবল ক্লাব মহেশখালী,আবাহনী ক্রীড়া চক্র,কোট বাজার খেলোয়াড় সমিতি,ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ,বাঁশকাটা খেলোয়াড় সমিতি,ইয়ংমেন্স ক্লাব,মালুমঘাট ক্রীড়া সংস্থা,শতদল ক্লাব।

পাঠকের মতামত: