নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ::
নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে একটি দেশিয় বন্দুক ও এক রাউন্ড কার্তুজসহ মোঃ আশিক (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে পিএসআই স্বপন কুমার সরকার, এসআই শেখ মাসুদ রানা, এসআই মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন লোহাওয়ালা কলোনী সংলগ্ন বারইপাড়াস্থ নতুন ব্রীজে এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দেশীয় বন্দুক ও এক রাউন্ড কার্তুজসহ মোঃ আশিককে গ্রেফতার করা হয়।
আশিক আনোয়ারা থানার বটতলী মজন কন্ট্রাক্টর বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে।
অবৈধ অস্ত্র দিয়ে বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্রটি কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পাঠকের মতামত: