ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাতকানিয়ায় সাপের কামড়ে একজনের মৃত্যু

1480148314সাতকানিয়া প্রতিনিধি ::

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত আবুল হাশেম (৪৫) উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর এলাকার মোজাফ্ফর আহমদের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আবুল হাশেম আমন ধানতে কাটতে নিজ ক্ষেতে যান। দুপুর ১২টার দিকে ধান ক্ষেতে লুকিয়ে থাকা সাপ তাকে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য জাহেদুল ইসলাম রুবেল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: