ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

লামা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লামা প্রতিনিধি :  বান্দরবানের লামা উপজেলার প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে সভাপতি ও সহকারী শিক্ষক আমির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্য পদেরা হলেন- সহ-সভাপতি মো. জাহেদ সারোয়ার, অংছিংহ্লা মার্মা, সাবিনা ইয়াছমিন, সুইচিং মার্মা, রূপন বড়ুয়া, মো. খালেকুজ্জামান, কবির আহমদ ও রহিমা বেগম। যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফরিদ, জিয়াবুল হক ও গাজী ইসহাক মিয়া, সহ-সাধারণ সম্পাদক ক্যাচিংমে মার্মা, সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক নন্দিতা শ্রী দেব চৌধুরী, স্কাউট সম্পাদক শাহজাহান সিরাজ, সমবায় সম্পাদক মুহিবুল হাছান লিটন। এর আগে ৩১ জুলাই বিকেলে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৮৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক প্রধান ও সহকারী শিক্ষকদের সর্ব সম্মতিতে এ কমিটি গঠন করা হয়।

নব গঠিত শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান বলেন, শিক্ষক ও শিক্ষক পরিবারের কল্যাণ সাধনে সহায়তা, সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও মানোন্নয়ন, সরকারী-বেসরকারী সকল কর্তৃপক্ষের সহযোগি ভূমিকা পালনের উদ্দেশ্যকে সামনে রেখেই কমিটি গঠন করা হয়েছে। গঠিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করা হবে। চুড়ান্ত অনুমোদন শেষে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের কল্যাণে কাজ শুরু করবে নব গঠিত কমিটি।

পাঠকের মতামত: