ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

লামা উপজেলা প্রশাসনের ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষ

১১মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামায় উপজেলা প্রশানের উদ্যোগে ২৮জুন মঙ্গলবার বিকাল ৬টায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সকল রাজনৈতিক দল, সরকারী কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ, সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানের অংশগ্রহণ করে।

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, শারাবান তহুরা, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, জালাল আহমদ, লামা মাতামুহূরী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান সহ প্রমূখ।

পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন লামা কোর্ট জামে মসজিদের খতিব।

পাঠকের মতামত: