ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

লামায় স্বামীকে কুপিয়ে স্ত্রী আত্মগোপনে

kopiye-jokhom-400x225মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

পারিবারিক কলহের জের ধরে গৃহবধু রহিমা খাতুন(২৭) এর দায়ের কোপে গুরুতর জখম হয়েছে স্বামী সোনা মিয়া(৫০)। বৃহস্পতিবার গভীর রাতে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি ছালেয়াং গ্রামে এঘটনা ঘটেছে। আহত সোনা মিয়া কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিনালা এলাকার সোলাইমানের ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার হারিছ মিয়া জানায়, সোনা মিয়া ও তার স্ত্রী রহিমা আাজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি ছালেয়াং পাড়া এলাকায় আবু খালেকের বাগানে কেয়ারটেকার হিসেবে কাজ করে করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে স্ত্রী উত্তেজিত হয়ে স্বামীকে ঘরে থাকা দারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দেয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে পাশাপাশি লোহাগাড়া উপজেলার লাইভ কেয়ার হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা স্বীকার করে আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউনুচ মিয়া বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে সোনা মিয়ার স্ত্রী রহিমা খাতুন গা ঢাকা দিয়েছে।

পাঠকের মতামত: