ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

লামায় যুবকের ‍ঝুলন্ত লাশ উদ্ধার

লামা সংবাদদাতা :: বান্দরবানের লামায় আম গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মো. আলাউদ্দিন (৩৮)। তিনি উপজেলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিএনটি পাড়ার বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে।

নিহতের পিতা মোজাম্মেল হক জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টায় এই ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা আম গাছে তার লাশ ঝুলতে দেখে আমাকে খবর দেয়। পরে আমি স্থানীয় জনপ্রতিনিধি ও লামা থানা পুলিশকে অবহিত করলে তারা এসে লাশ উদ্ধার করে। আমার ছেলে ও তার স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ লেগে ছিল। ধারণা করছি, এ কারণে সে আত্মহত্যা করেছে।

লামা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুদ্দিন বলেন, স্ত্রীর সাথে ঝগড়ার জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত করার জন্য পুলিশ লাশ নিয়ে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

 

 

পাঠকের মতামত: