ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

লামায় নবনির্বাচিত ৭ ইউপি’র সদস্যদের শপথ

লামা প্রতিনিধি :::
তৃতীয় ধাপে বান্দরবানের লামা উপজেলার ৭টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে স্থানীয় টাউন হলে নির্বাহী কর্মকর্তা খালেদ মাহ্মুদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নব-নির্বাচিত সাধারন আসনে ৬৩ জন ও সংরক্ষিত আসনে ২১ জন মহিলা সদস্য শপথ গ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বিশেষ অতিথি ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজ।
এর আগে ৭ জুন সাত ইউনিয়ন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক।

পাঠকের মতামত: