ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

লামায় দোকান কর্মচারী লাশ উদ্ধার

las uddarমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামার সরই ইউনিয়নে দূর্গম এলাকা থেকে এক দোকান কর্মচারী খোকন নাথ(৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। ১৫ জুলাই শুক্রবার দিবাগত রাত ১১টায় সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক স্থানে তার লাশ পাওয়া যায়। সে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকার বোট অফিস নামক গ্রামের সুধাংশু নাথ এর ছেলে। নিহত খোকন নাথ সরই বাজারের কালাম সওদাগরের দোকানে চাকুরী করত।

দোকান মালিক কালাম সওদাগর জানান, লুলাই বাজারের বেশ কয়েকজন দোকানদার নিয়মিত তার দোকান থেকে মালামাল বাকিতে ক্রয় করত। প্রতি শুক্রবার হলে তার দোকানের কর্মচারী খোকন নাথ সেখানে গিয়ে বাকি টাকা নিয়ে আসত এবং বিকেল ৪টার মধ্যে ফিরে আসত। যথারীতি শুক্রবার বকেয়া টাকা নিতে গিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তার ফিরে আসতে দেরী দেখলে খোজাখুজি শুরু হয়। অনেক খোজাখুজির পরে রাত ১১টায় সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক স্থানে রাস্তার পাশে ঝোঁপঝাড়ের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। খোকন নাথকে তার গোপন অঙ্গ চেপে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

খোকন নাথ এর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহজাহান বলেন, সন্ধ্যা থেকে তাকে স্থানীয় লোকজন খুঁজতে থাকে। অনেক খোজাখুজির পরে মেরাইত্তা ঝিরি ও লুলাইং এর মাঝামাঝি ঝিরি থেকে তার লাশ পাওয়া যায়। আমরা লামা থানাকে খবর দিয়েছি। লামা থানার টিম আসার পর আমরা ও স্থানীয় নের্তৃবৃন্দসহ ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দিব।

নিউজ লেখা পর্যন্ত সেনাবহিনী, পুলিশ ও স্থানীয়রা মিলে একসাথে লাশ উদ্ধারে যাওয়ার প্রন্তুতি নিচ্ছে বলে পুলিশ জানায়।

পাঠকের মতামত: