ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

রমজানের আগেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি সরানোর দাবি হেফাজতের

hc.নিউজ ডেস্ক :::

পবিত্র রমজান মাস শুরুর আগেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবি থেমিসের মূর্তি সরানোর দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। বুধবার সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, দুই ঈদের নামাজের সময় দেবী মূর্তি ঢেকে রাখা একটা হাস্যকর বিষয়। মূর্তি ঢেকে রাখা, খোলা রাখা সমান। সামনে রমজান মাস আসছে। এই মাসে মুসলমানরা দিবারাত্রি ইবাদতে মশগুল থাকবে। এই মাস মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের নিকটেও পূতঃপবিত্র। তাই আমাদের দাবি মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে গড়িমসি না করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী মূর্তি সরিয়ে ফেলুন। ন্যায়বিচারের প্রতীক আল-কুরআনের প্রতিকৃতি স্থাপন করুন।
 

পাঠকের মতামত: