ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

মিরপুরের তদন্ত কর্মকর্তা বরখাস্ত, এসি ও ওসি প্রত্যাহার

65391_leadঅনলাইন ডেস্ক :::

রাজধানীর মিরপুর থানায় চুরি ও মারামারির অভিযোগে দায়েরকৃত একটি মামলায় ১১ মাসের শিশু এবং এক মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেয়ার অভিযোগে তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানার ওসি (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে এপিবিএন মহালছড়িতে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলমকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হচ্ছে। এ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস জানিয়েছেন, পুলিশের আইজি এ কে এম শহীদুল হকের নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় মিরপুর জোনের ডিসি এবং এডিসিকে সর্তক করা হয়েছে। তাদেরকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে নিবিড়ভাবে মামলা তদারকের নির্দেশ দেয়া হয়েছে।

পাঠকের মতামত: