ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বিএনপির ইফতারে বিদিশা

bidisha-ershed_1প্রথমবারের মতো বিএনপির ইফতারে অংশ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ইফতারে অনুষ্ঠানের মঞ্চের সামনের একটি টেবিলে বিদিশা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদের সঙ্গে বসেছেন।
ইফতারে অংশ নেওয়া প্রসঙ্গে বিদিশা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রথমবারের মতো বিএনপির ইফতারে এসেছি। এ সময় পাশ থেকে শামা ওবায়েদ যোগ করেন, আমরা দেশের সব রাজনৈতিক দলকেই ইফতারের দাওয়াত দিয়েছি। বিদিশাকেও ইফতারের আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আমন্ত্রণ গ্রহণ করেই এসেছেন।

প্রসঙ্গত, রাজনৈতিক নেতাদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরেও ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলা ট্রিবিউন

পাঠকের মতামত: