ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

পুলিশ সদস্যদের এ কেমন দায়িত্ববোধ!

08-1-1024x640কি হয়েছে? এমন প্রশ্নের জবাবে পুলিশ সদস্য জানালেন ‘আমরা ১৩ জন পুলিশ সদস্য উদ্যান টোকাইমুক্ত করার চেষ্টা করছি। কিন্তু এই টোকাইদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এদের নিয়ন্ত্রণ করতে করতে করতে পাগল হয়ে যাচ্ছি। এখন মাইরই এদের একমাত্র ওষুধ।’

আজ চন্দ্রিমা উদ্যানের ক্রিসেন্ট লেক সংলগ্ন প্রাচীরের নিকট এক পথশিশুকে ফেলে এভাবেই মারছিলেন একজন পুলিশ সদস্য। আর বাকি সদস্যরা পাশে বসে দৃশ্যটি উপভোগ করছিলেন। ঘটনার সময় এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন সৈকত মজুমদার নামের একজন ফটোগ্রাফার। তিনি কৌশলে কিছু ছবি তোলার পরে পুলিশ সদস্যদের নিকট ঘটনা কি জানতে চাইলে এসব উত্তর দেন ওই পুলিশ সদস্য।

মঙ্গলবার বিকেলে ছবিগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে প্রশ্ন তুলে এহেন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণেরা। শিশু নির্যাতনের অভিযোগে এইসব পুলিশ সদস্যদের শাস্তি চেয়েছেন অনেকেই। একজন ফেসবুক ইউজার মন্তব্য করেছেন, পুলিশ সদস্যরাই যদি এমন করে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? -কালের কণ্ঠ

 

পাঠকের মতামত: