ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

নাফ নদীতে ৫ লক্ষ পিস ইয়াবা: কোস্টগার্ডের অভিযান…

IMG_20170218_123448ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ :::

সীমান্ত উপজেলা টেকনাফ কোস্টগার্ড নাফ নদীতে অভিযান চালিয়ে ২৫ কোটি টাকা সমতুল্য ৫ লক্ষ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে। ১৮ ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফ এর একটি টহল দল স্টেশন কমান্ডর লেঃ কমান্ডার তাসকিন রেজার নেতৃত্বে  শাহপূরী দ্বীপ জালিয়াপাড়া এবং নাইকনদিয়া সংলগ্ন নাফ নদীতে থেকে ইয়াবাগুলো জব্দ করতে সক্ষম হয়। মাদক পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতে বুঝতে পেরে অবস্থার বেগতিক দেখে নৌকাসহ ইয়াবার বিশাল চালানটি পেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়না।

জব্দকৃত ইয়াবা  পরবর্তী কার্যক্রমের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।  কোস্টগার্ড গোয়েন্দা বিভাগের স্টাফ অফিসার

লেঃ কমান্ডার বিএন ওমর ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।###

পাঠকের মতামত: