নগরীর খুলশী থানাধীন আলফালাহ গলির উপ-পরিদর্শকের (এসআই) বাসা থেকে ১৬ রাউন্ড গুলিসহ ৭.৬২ বোরের একটি পিস্তল চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শুক্রবার (০৩ মার্চ) সকালে হাসান আলী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ০৩।
বুধবার (১ মার্চ) বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৯ টার মধ্যে যে কোন সময়ে এই চুরির ঘটনা ঘটে। হাসান আলীর বাসা নগরীর খুলশী থানার আলফালাহ গলিতে।
খুলশী থানার ওসি শেখ নাসির আহম্মদ বলেন, হাসান আলীর স্ত্রী গ্রামের বাড়িতে গিয়েছিল। বাসা ছিল খালি। হাসান ভুল করে পিস্তল ও গুলি বাসায় রেখে গিয়েছিলেন। বুধবার বিকেল ৫টার দিকে তিনি থানায় যান। নাইট ডিউটি ছিল। বৃহস্পতিবার রাত ৯ টায় বাসায় ফিরে দেখতে পান পিস্তলটি নেই। বাসায় চোর ঢোকার বিষয়টি তখন বুঝতে পারেন হাসান।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আবদুল ওয়ারিশ বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অস্ত্র উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।
পাঠকের মতামত: