ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

টেকনাফে মাদক ব্যবসায়ীদের দমন করতে সংবাকর্মীদের সহযোগীতা চাইলেন -ওসি মাইন উদ্দিন খান

teknaf news pic 08,03,17গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :::

টেকনাফ মডেল থানার নবাগত ওসি মাইন উদ্দিন খান মাদক ব্যবসায়ীদের দমনে কর্মরত সংবাদকর্মীদের কাছ থেকে সহযোগীতা চেয়েছেন।

গতকাল ৮মার্চ বিকাল সাড়ে ৪টায় ওসি মাইন উদ্দিন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে উপস্থিত ছিলেন টেকনাফে কর্মরত সংবাদকর্মী আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন, নুরুল হক, আব্দুল্লাহ মনির, নুরুল করিম রাসেল, হুমায়ুন রশিদ, কাইছার পারভেজ, জসিম উদ্দিন টিপু, সাইফুল ইসলাম সাইফী, আব্দুর রহমান, আবুল আলী, আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, নুর হাকিম আনোয়ার, জিয়াবুল হক, গিয়াস উদ্দিন ভূলু, নুর তাজুল মোস্তফা শাহীন শাহ, ছৈয়দুল আমিন, জাফর আলম গুরা, মোঃ শাহীন, মৌলভী জোবাইর, জসিম মাহমুদ, মোঃ রফিক, নুরুল হোছাইন, এম আমান উল্লাহ, মাহফুজুর রহমান, হাবিবুল ইসলাম হাবিব, শহীদুল ইসলাম শাহেদ সহ কর্মরত সংবাদকর্মী ও অনলাইন নিউজ পরিবারের সদস্যরা। সাংবাদিকদের সাথে উম্মুক্ত মতবিনিময়কালে ওসি মাইন উদ্দিন খান বলেন, টেকনাফ সীমান্তে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করার জন্য বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রশাসন ও কর্মরত সংবাদকর্মীরা মিলে এসব অপরাধের বিরুদ্ধে আপোষ না করেই প্রতিরোধে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কর্মরত সংবাদকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহায়তার মাধ্যমে কোন ইয়াবা ব্যবসায়ী অনুতপ্ত হয়ে নিজের ভুল শিকার করে আতœসমর্পণ করলে সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসব আতœসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের বিশেষ ক্ষমায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা হবে। এতে মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে না ফিরলেই পরবর্তীতে এই সমস্ত চিহ্নীত মাদক ব্যবসায়ীদেরকে সঠিক তদন্তের মাধ্যমে কঠোর হস্তে দমন করা হবে। কাউকে একবিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবেনা বলে সর্তক করেন।

পাঠকের মতামত: