ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

টেকনাফে বাংলাদেশী পরিচয়ে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন

সংবাদদাতা:birth-certificate..-copy-Small
টেকনাফে রোহিঙ্গা নাগরিকের নামে ভূঁয়া জন্মনিবন্ধন সৃজনের অভিযোগ পাওয়া গেছে। চলছে জমি ক্রয়-বিক্রয়সহ নানা অপরাধমূলক কাজ। এতে জড়িত রয়েছে শক্তিশালী একটি চক্র, যারা টাকা দিয়ে প্রশানসনসহ সবাইকে সহজেই ম্যানেজ করে ফেলতে পারেন। এনিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সুত্র জানিয়েছে, মোস্তাকুর রহমান নামে এক রোহিঙ্গার সৃজিত জন্মনিবন্ধন নং- ১৯৪৭২২২৮৮০৩০৩৬১৩৬ ব্যবহার করছে মোহাম্মদ নামে আরেক রোহিঙ্গা। মোস্তাকুর রহমান মৃত্যুর ৩০ বছর পরও ভিন্ন আরেক ব্যক্তি মোহাম্মদকে দাঁড় করিয়ে চলছে জমি ক্রয়-বিক্রয়ের কাজ। অভিযোগ রয়েছে, জালিয়াতির মূল চালক মোহাম্মদ টেকনাফের মুসনি অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এক সময় সে তারেক রশিদ নামের এক ব্যক্তির বাসায় দারোয়ান হিসেবে কাজ করতো।
অভিযোগে জাান গেছে, মোস্তাকুর রহমান প্রায় ৩০ বছর পূর্বে মারা গেলে রোহিঙ্গা মোহাম্মদকে মোস্তাকুর রহমান সাজিয়ে টেকনাফের সাবরাং মৌজায় ৭৬২/১৫ নং দলিল সৃজন করেছেন। সৃজিত দলিলমুলে জমি কেনাবেচা চলছে বলে স্থানীয়রা জানায়। এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর একরামুল হকের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি মেয়র ও পৌর সচিব জানেন বলে মন্তব্য করেন।
এ বিষয়ে টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম জানান, হাতের লেখা জন্মনিবন্ধনের সময় সঠিক কোন তথ্য যাচাই করা হয়নি। যেনতেনভাবে জন্মনিবন্ধন ইস্যু করার কারণে অন্তত ৬০ হাজার মানুষ বেড়ে গেছে। নতুন নিবন্ধন ইস্যু করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশী ছাড়া কারো জন্মনিবন্ধন করার অধিকার বা সুযোগ নেই। এরপরও রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন করার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা বাতিলের প্রক্রিয়া করা হবে।

পাঠকের মতামত: