ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

টিকা সনদ ছাড়া খাবার পরিবেশন: ৯ রেস্টুরেন্ট মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ::
নতুন করে করোনার সংক্রামণ রোধে টিকা সনদ ছাড়া রেস্টুরেন্টে খাবার পরিবেশনের নিষেধ অমান্য করায় ৯ রেস্টুরেন্টকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ জানুয়ারি) নগরীর আগ্রাবাদ, ওয়াসা ও দামপাড়া এলাকায় এসব রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আগ্রাবাদ সেন্টমার্টিনের বনেদি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, সিলভার স্পুনকে ৫ হাজার টাকা, দি কপার চিমনীকে ৫ হাজার টাকা, কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা, ওরিয়েন্ট রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, গ্র্যান্ড মোগলকে ৫ হাজার টাকা, দামপাড়ার হান্ডিকে ৫ হাজার টাকা এবং দাবাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

পাঠকের মতামত: