ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

টানা ৯ দিনের সরকারি ছুটি হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক ::  ঈদুল আজহায় সরকারি ছুুটি তিন দিন। কিন্তু ঈদের আগে এবং পরে সাপ্তাহিক ছুটি ও জাতীয় শোক দিবসসহ ১৪ আগস্ট এক দিনের ছুটি বাড়ালে সরকারি কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি কাটানোর সুযোগ পেতেন। অনেকে প্রত্যাশা করলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবার এমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

এবার ঈদ উপলক্ষে তিন দিন এবং সাপ্তাহিক দুই দিন মিলে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে ১৪ আগস্টের ছুটি নিতে পারেন সেই ক্ষেত্রে তিনি টানা ৯ দিনের ছুটি কাটাতে পারবেন। ক্যালেন্ডার অনুযায়ী ঈদের আগে ৯ আগস্ট শুক্রবার ও ১০ আগস্ট শনিবার এবং ঈদের পরে ১৬ আগস্ট শুক্রবার ও ১৭ আগস্ট শনিবার এই চার দিন সাপ্তাহিক ছুটি। মাঝে রবিবার ১১ আগস্ট, সোমবার ১২ আগস্ট ও মঙ্গলবার ১৩ আগস্ট এই তিন দিন ঈদুল আজহার ছুটি। বুধবার ১৪ আগস্ট সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা খোলা থাকবে। পরের দিন বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এক দিনের সরকারি ছুটি রয়েছে। তবে সচিবালয়ে দীর্ঘ ছুটির আমেজ থাকবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেকে ব্যক্তিগত ছুটি নিয়ে রাখছেন যাতে টানা ৯ দিন ছুটি কাটানোর সুযোগ পান।

পাঠকের মতামত: